উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহানগরীর শিববাড়ি এলাকায় এক রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদদীনের সভাপতিত্বে এবং মহানগর কর্মপরিষদ সদস্য ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ূবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, আজকে স্বৈরশাসকমুক্ত হয়েছে বাংলাদেশ। এরপরে কি হবে এটা আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য,অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি।
সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, আফজাল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু, প্রেসক্লাবের সেক্রেটারি শাহ শামসুল হক রিপন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংবাদিক ইকবাল আহমেদ সরকার, শরীফ আহমেদ শামীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি হাফেজ আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ও থানা আমীরবৃন্দ।