1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় গাঁজাসহ আটক ১, ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে তিন দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন যুগ পেরিয়েও পাকা হয়নি রাস্তা, দুর্ভোগে শার্শার মাটিপুকুরের মানুষ যশোর অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ছাড় নয়, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আড্ডাবাজি বন্ধের নির্দেশ সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা যশোরে করোনায় এক জনের মৃত্যু ১৫ বছর ধরে সাভার ও আশুলিয়া অঞ্চলে আদর্শ শিক্ষা সম্প্রচার করে আসছেন এ.কে শাহীন আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬, ধসে পড়েছে দেয়াল র‍্যাবের হাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার ফুলবাড়ীতে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

বিদ্যুৎ লোডশেডিং এ নিদ্রাহীন মানুষ: তিতাসে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং এ জনজীবনে অতিষ্ঠ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা,তার ওপর কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির ঘন ঘন লোডশেডিং তো চলছে।এতে নিদ্রাহীন হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ৩০-৪০ মিনিট বিদ্যুৎ দিয়ে দুই ঘন্টা খবর থাকে না বিদ্যুৎ এর। এদিকে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলে ফোন ধরেন না এমন অভিযোগ উঠেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।এই উপজেলায় লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে।দিন- রাতে সমানতালে হচ্ছে লোডশেডিং।

বিদ্যুৎ এই আছে তো এই নেই,যেনো ভেলকিবাজি অবস্থা। গত এক সাপ্তাহ যাবত ২৪ ঘণ্টা-ই বিদ্যুতের লুকোচুরি খেলায় বিপর্যস্ত জনজীবন। পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ অবস্থা।বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে দিনের অধিকাংশ সময়। গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা,কোথাও আবার এরচেয়েও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বিভিন্ন ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান।

ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহের তীব্র লোডশেডিংয়ে আর্থিক ক্ষতির পরিমাণ অনেক। তাই জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সবার। গতকাল বিকেলে অটো চালক সাইফুলের সাথে কথা হলে তিনি জানান,ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের অটোরিকশা ফুল চার্জ করতে পারিনা। রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। এমনিতেই আমাদের এখানে তীব্র গরম চলছে,তার ওপর আবার বিদ্যুৎ থাকে না।

খুব কষ্টে আছি।কড়িকান্দি বাজার এলাকার গৃহিণী মনোয়ারা বেগম, আয়েশা বেগম আক্ষেপ করে বলেন,এই উপজেলায় ২৪ ঘন্টায় বিদ্যুৎ থাকে না ১৫-১৬ ঘন্টা। এতে ফ্রিজে থাকা সব জিনিস নষ্ট হয়ে যায়। রিচার্জেবল ফ্যান বা আইপিএস থাকলেও বিদ্যুৎ ঘাটতির কারণে বাসাবাড়িতে তাও চার্জ হয় না। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির লুকোচুরি খেলায় জনজীবন অতিষ্ঠ করে তুলেছে এমন অভিযোগ করে উপজেলার বলরামপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, দিন-রাত মিলিয়ে ৩০-৪০ বার লোডশেডিং হয়। তীব্র লোডশেডিংয়ে রাতে মানষ অতিষ্ঠ করে তুলেছে।

লোডশেডিংয়ে রাতে মানুষ ঘুমাতে পারছে না। এ ছাড়া রাতে ভোল্টেজ কম, ফ্যান ঘুরতে চায় না। একে তো গরম,তার ওপর লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়েছেন মহা বিপদে। এলাকাবাসীর দাবি দ্রুত বিদ্যুতের লুকোচুরি বন্দে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ।

এবিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তিতাস সাব-জোনাল অফিসের এজিএম মোঃ ওসমান ফারুক সাংবাদিকদের জানান, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি হওয়ায়,এবং পাওয়ার গ্রীডে টেকনিক্যাল সমস্যা থাকায় ফুল লোড নিতে পারছেনা। তবে এক সাপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD