মোঃ রবিউল ইসলাম সিয়াম :
চট্টগ্রামের রাউজানের রাসেল নামের এক সুদখোরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে কৈয়াপাড়া গ্রামের সাধারণ মানুষ,সুদখোর রাসেল (৩৫) একেইগ্রামের আকরাম বাবুর্চির ছেলে, এ সময় ভুক্তভোগী পরিবাররা বলেন অভিযুক্ত রাসেলের সুদের টাকার চাপে পার্শ্ববর্তী গ্রাম বেতাগী রামগতি হাতের ব্যবসায়ী ডেকোরেশনের মালিক বাসু নামের এক ব্যক্তি নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে ,এলাকার অসহায় সাধারন মানুষদের অসহায়ত্বের সুয়োগ নিয়ে চক্রবৃদ্ধি হারে চড়া সুদের বেড়াজালে জড়িয়ে রমরমা সুদের ব্যবসার মাধ্যমে মানুষকে সীমাহীন হয়রানী ও সর্বশান্ত করে আসছে।
রাসলের সুদের জালে জড়িয়ে এপর্যন্ত ভিটেমাটি বিক্রি করে সর্বশান্ত হয়েছেন এলাকার অনেকেই। আবার সুদ-আসল সহ সমুদয় টাকা পরিশোধের পরেও সুদখোর রাসেলের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে,
সুদখোর রাসেলের থেকে টাকা ঋন নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চক্রবৃদ্ধি হারে সুদ সহ সমুদয় টাকা ফেরত দিয়েও তার হয়রানী ও অত্যাচার থেকে রেহাই পায়না কেউই। টাকা পরিশোধের পর অসহায়দের থেকে অতিরিক্ত অর্থ আদায়ে ষড়যন্ত্রে লিপ্ত সহ তাদেরকে হুমকি ধামকি দিতে থাকে সে।
সম্প্রতি আবারো উপজেলার কৈয়াপাড়া গ্রামের বাদল (৪৫) মোঃ ইব্রাহিম চৌধুরী ( বুছুল)(৫৫) ভয়ভীতি প্রদর্শন, হয়রানী ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে যাচ্ছে সে,এদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য মোসাম্মৎ রবিজা আক্তার বলেন, আমার স্বামীকে সুদের ওপর টাকা না দেওয়ার জন্য রাসেলকে হাত পায়ে ধরি সুদি টাকা না দেওয়ার জন্য সেই তারপরেও টাকা দিয়ে আসছে টাকা দিতে দেরি হলে রাত বারোটার পর আমাদের বাড়িতে গিয়ে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আর আমাদেরকে প্রতিনিয়ত হুমকি-ধুমকি দিয়ে আসছে, আরেক ভুক্তভোগীর পরিবার জানান সুদের উপর ৭০ হাজার টাকা নিয়ে ৭ লাখ টাকা পরিশোধ করেও শেষ হয়নি সুদখোর রাসেলের টাকা বার বার হুমকি দিয়ে আসছে, আরো টাকা না দিলে মেরে ফেলবে তুলে নিয়ে যাবে,এ সময় স্থানীয় জনগণরা বলেন সুদখোর রাসেলর এ ধরনের রমরমা ব্যবসার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আইনের আওতায় তুলে দিতে হবে,স্থানীয়রা আরো বলেন তাকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।