উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ নার্সদের কটূক্তি করার প্রতিবাদে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল কর্মকর্তার অপসারণ এবং পদত্যাগের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং ও মিডওয়াইফারী কর্মকর্তাদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ৫০ শয্যাবিশিষ্ট কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম,সিনিয়র স্টাফ নার্স বিউটি আক্তার, নাজনিন আক্তার,আনোয়ারা আক্তার,আলেয়া আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুর একজন আমলা।
তিনি নার্সদের কটূক্তি করতে পারেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মিডওয়াইফারি অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করার দাবী জানান।