আবিদ মাহমুদ রহমতুল্লাহ, জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর রোড়ে প্রায় আড়াই হাজার ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ৫ হাজার তাল বীজসহ প্রায় ২০ হাজার অধিক খেজুর বীজ রোপন করেছেন তৌকিরস প্রকাশন এর কর্ণধার, লেখক ও সম্পাদক তৌকির আহম্মেদ, সার্জেন্ট মোঃ একরামুল হক (অবঃ, বাংলাদেশ সেনাবাহিনী) এবং সৈয়দ আনিসুর রহমান এর হাতে গড়া অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ”এসো ব্যবসা করি” ।
মূলত তৌকির আহম্মেদ ও সার্জেন্ট মোঃ একরামুল হক (অবঃ, বাংলাদেশ সেনাবাহিনী) এর চিন্তা থেকে এমন উদ্যোগ। ২০২১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৭ হাজারের অধিক তাল বীজ এবং প্রায় ২০ হাজার অধিক খেজুর বীজ রোপন করা হয়েছে বলে জানিয়েছেন। চলতি মৌসুমে প্রায় আড়াই হাজার তাল বীজ রোপন করেছেন এবং বর্তমানে চলমান রয়েছে। সংগঠনের সাথে স্বেচ্ছায় কাজ করতেছেন প্রায় শতাধিক লোক। তারা মূলত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এবং আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া সড়কের দুই পাশ সহ উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এসব বীজ রোপণ করেন। প্রথমত তারা গ্রাম থেকে এসব বীজ সংগ্রহ করতেন পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে বীজ ক্রয় করে রোপন করেন।
এছাড়াও চলতি বছরের আগস্ট মাসে “এসো ব্যবসা করি” সংগঠনের উদ্যোগে ৪০ হাজার টাকার ফলজ, বনজ সহ বিভিন্ন ধরনের গাছ এলাকাবাসীর মধ্যে বিতরণ করেন এবং গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (UNO) মহোদয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অত্যন্ত বিনয়ের সহিত জানান, এটি অত্যন্ত ভালো উদ্যোগ, যা আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করবে, বীজ রোপন এবং গাছ লাগানো সাপোর্ট করি এবং গাছ লাগাতে উৎসাহিত করি, কিন্তু এ বিষয়ে আমি পূর্বে অবগত নই, তারা (সংগঠনের কেহ) আমাকে জানাইনি।
পরবর্তীতে এ বিষয়ে সংগঠনের সভাপতি সৈয়দ আনিসুর রহমান ‘আজকের প্রতিদিন’কে জানান যে, যেহেতু আমরা নতুন তাই ইএনও মহোদয়কে জানানো হয়নি, নিজেরা সু-সংগঠিত হওয়ার পর আমাদের পরিকল্পনার বিষয়টি জানাবো এবং আমাদের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন করবো ‘ইনশাআল্লাহ।