আবিদ মাহমুদ রহমতুল্লাহ, জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়ায় ৩৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী রংপুর থেকে শেরপুর উপজেলা হয়ে নন্দীগ্রাম অভিমুখে একটি পিকআপে করে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বুধবার ১৮ সেপ্টেম্বর র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বানীয়া গোন্দাইল গ্রামস্থ জনৈক মোঃ শাহ আলম (৫০) এর বসত বাড়ির সামনে শেরপুর টু নন্দীগ্রাম গামী সড়কে অভিযান পরিচালনা করে আসামী (১) ড্রাইভার মোঃ কামরুল ইসলাম (২৩), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, ঠিকানা- হরিনারয়ণপুর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), থানা ও জেলা-কুষ্টিয়া ও (২) মোঃ রহিজ উদ্দিন (৩৬), পিতা-মৃতঃ মকবুল হোসেন, ঠিকানাঃ উত্তরকাশিপুর, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রাম। দুজনকে তাদের বিশেষ কায়দায় রক্ষিত ৩৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি পিকআপ, ৩ টি মোবাইল, ৫টি সীম ও নগদ ৭০০ টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।