1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়ার সময় আনিসুর রহমান আটক টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের পুনর্মিলনীর টাকা ফেরত চেয়ে মানববন্ধন গাজীপুর আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক এনসিপির ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন বেনাপোল বিজিবি অভিযানে ৯লাখ ২০ হাজার টাকার জাল নোট সহ আটক ১ ব্রিতে স্থানভিত্তিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌর বিএনপির মতবিনিময় সভা আপনারা শুধু কমিটি না,ভোটার কে আছে তার কাছে যেতে হবে সাংবাদিক মামুন রেজার মৃৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ধামরাইয়ে সাদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

মুন্সীগঞ্জ কেয়ার হাসপাতালে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু: অত:পর তদন্ত কমিটি গঠন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : অবৈধভাবে মোটা অংকের টাকা ও ক্ষমতার প্রভাবে ভেঙের ছাতার মতো গড়ে ওঠা মালিকানা ক্লিনিকগুলোতে প্রতিনিয়তই ঘটছে নবজাতকের মৃত্যুর ঘটনা।

এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ শহরের হাসপাতাল রোডস্থ মুন্সীগঞ্জ কেয়ার হাসপাতালে মঙ্গলবার এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য। আর এঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ঘেরাও করে ছাত্রজনতাসহ সন্তারহারা পরিবার। কর্তব্যরত ডাক্তার আনোয়ার শাহাদাতকে অবরোদ্ধ করে জনসাধারন ও ছাত্রজনতা।

আর এই ঘটনায় মালিকপক্ষ আতœগোপন থাকেন। পরে এঘটনার সংবাদ পেয়ে ছুটে আছেন গনমাধ্যম,পুলিশ,সেনাবাহিনী,পরে সেনাবাহিনী উপস্থিত জনতাকে বুঝিয়ে পরিবেশ শান্ত করেন। অনেক চেষ্টার পর ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টার সময় হাসপাতাল কতৃপক্ষের সন্ধ্যান মিলে।

মুন্সীগঞ্জে দ্বায়িত্বরত সেনা কর্মকতার একন্ত প্রচেষ্টায় রাত ১টার ঐ হাসপাতাল চত্তরে জেলা প্রশাসনের প্রতিনিধি দুইজন ,সিভিল সার্জনের প্রতিনিধি,সদর থানা পুলিশ,গনমাধ্যম কর্মী, ছাত্রজনতাসহ সকলের উপস্থিতিতে ভিকটিম নবজাতকের বাবা সাগরের মতামতের ভিত্তিতে ন্যায় বিচারের লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের সিন্ধান্ত নেওয়া এবং তদন্তক্রমে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন উদ্দর্তন।

অন্যদিকে এই হাসপাতালের মালিকানাদের মধ্যে সবাই দেশের বিভিন্ন সরকারী হাসপাতালের কর্মরত ডাক্তার বলে জানায় যায়। এবিষয়ে টেলিফোনে কথা হয় মুন্সীগঞ্জ কেয়ার হাসপাতালের শোয়ার হোল্ডার অবঃ প্রাপ্ত স্কুল শিক্ষিকার মেয়ে ডাঃ দৌলা আক্তারের সাথে। তিনি বলেন,ঐ হাসাপতালে আমার মা তার চাকুরির পেনশনের টাকা থেকে ৮-৯ লক্ষ্য টাকা দিয়ে একটি শেয়ার হোল্ডার কিনেছিলেন মানুষের সেবার জন্য । আর তারই সুবাধে আমি প্রতি শুক্রবারে সেখানে যেতাম। কিন্তু সেখানে এই হাসপাতালের চেয়ারম্যান আক্তার হোসেন বাপ্পির সাথে একজন শেয়ার হোল্ডারের মেয়ে হিসেবে তার সাথে আমার দেখা তো দুরের কথা তার সাথে ফোনেও কথা বলতে পারিনি। তিনি শুধুমাত্র তার পছন্দ করা শেয়ার হোল্ডার ডাক্তার জোবায়ের,ডাঃ প্রণয় ও তার ভাইয়ের সাথে যোগাযোগ রেখেছেন।

হাসপাতালের আয়ব্যয় হিসাবও দেয়নি। শুধুমাত্র মাস শেষে শেয়ার হোল্ডারের অংশ হিসেবে ৫ হাজার করে টাকাই দিয়ে যাচ্ছেন অথচ আমরা হাসপাতালের আয়ের দিক থেকে প্রতিমাসে আরো বেশি টাকা পাওয়ার কথা। অবশেষে আজ ৩ বছর যাবৎ ঐ হাসপাতালে আমি আর যাইনা। আমার মায়ের মেয়ার হোল্ডাটা বিক্রি করার চেষ্ঠায় আছি। গোপালগঞ্জ সরকারী হাসপাতালে কর্মরত আরেকজন শেয়ার হোল্ডার ডাক্তার সাদিয়া আক্তার জানায়,আমি সরকারী চাকুরি করার কারণে প্রতি শুক্রবারে মুন্সীগঞ্জ মর্ডণ হাসপাতালে আসি। আর মুন্সীগঞ্জ কেয়ার হাসপাতালের পরিচালনা পরিষদ প্রতি বৃহস্প্রতিবার মিটিং করে আমাকে বাদ দিয়ে। আমি হাসপাতালের কোন হিসাব চাইলে আমাকে দেওয়া হয়না। আমি শুধুমাত্র নামে একজন শেয়ার হোল্ডার। প্রতিমাসে আমার প্রাপ্যটাকা ও আমাকে দিচ্ছেনা তারা,তাই তাদের সাথে আমার কোন যোগাযোগ নেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD