গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল ফকির ও গৌরনদী পৌর যুবদল নেতা মোঃ সোহেলের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালায় দক্ষিণ পালরদী গ্রামের মৃত মোঃ উজ্জল আলী ফকিরের ছেলে আওয়ামী লীগ নেতা মোঃ রেজাউল ফকির, আলাউদ্দিন ফকির, আলী আজিম ফকির তাদের বাড়ির সামনে বসে লোহার পাইপ, চাপাটি দিয়ে অতর্কিত হামলা চালায় মৃত মোঃ কালু ফকির ছেলে ২নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল ফকির ও তার ছেলে যুবদল নেতা মোঃ সোহেল ফকিরকে রক্তাত্ব করে।
স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামী নেতা মোঃ রেজাউল ফকির জোরপূর্বক জমি দখল করে আসছিলো সেই জমি নিয়ে মামলা চলমান। এমতাবস্থায় রেজাউল ফকির গং সেই জমির উপর ঘর নির্মাণ করতেছিল তা দেখে বাদল ফকির পুলিশকে খবর দেয় পুলিশ এসে ঘর তুলতে বন্ধ করতে বলে রেজাউল গং দের বুঝাতে চেষ্টায় ব্যর্থ হয়।
যেহেতু জমিতে মামলা চলমান এমতাবস্থায় ঘর তোলা যাবে না। এর মধ্যে পুলিশের উপস্থিতে রেজাউল ফকির গং আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে বাদল ফকির, মোঃ সোহেল ফকির, আরিফ ফকির ও সোহান ফকিরকে মারধর শুরু করে পুলিশ থামানোর চেষ্টা করে।
এ সময় বাদল ফকিরকে ও সোহেল ফকিরকে রক্তত্ব করে।
এমতঅবস্থায় স্থানীয় লোকজনের সহয়তা তাদেরকে আশোকাঠী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়।