ভোলা প্রতিনিধি : ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে মিয়া জমির শাহ বাজার সংলগ্ন সুমন দাসের স্ত্রী রিকসো রানী (২২), মনপুরা থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রিকসো রানী দাস জানান, রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৭টার সময় কাঠ বেপারী ইমরান সহ আরো দুজন তার বাসায় ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে, আমি ইমরানকে চিনতে পেরেছি আর অন্য দুজনকে ভালো করে চিনতে পারি নাই।তার সাথে দুইজন কিরণ ও রিপন এর মত সন্দেহ করেন।
তিনি আরো বলেন রহিম পন্ডিত ছেলে মোঃ এমরান (৩২), মৃত ইব্রাহীম মাঝির ২ ছেলে মোঃ কিরন(২৫),মোঃ রিপন (৩৮) আমার বাসার রান্নাঘরের দরজা ইস্ক্রু দিয়ে খুলে ঘরে ঢুকে আমাকে ধর্ষনের চেষ্টা করে এবং আমার গলায় ছুরি ধরে আমাকে হুমকি দিয়ে বলে ‘তুই কথা বললে তোকে খুন করবো’ এসময় আমি চিৎকার করলে আমার বড় মেয়ে এবং আমার বেয়াইন প্রনতি রানী দাস সব দেখে। আমি একা থাকি তাই নিরাপত্তার জন্য প্রনতি রানী দাসকে সাথে নিয়ে ঘুমায় কারন বিগত তিন বছর আগেও আমাকে ধর্ষনের চেষ্টা করে কিরন এবং রিপন ঐ সময় তাদের সাথে এমরান ছিলনা।
আরো বলেন, সে সময় সিঁধ কেটে ঘরে ঢুকে আমার মুখে গামছা পেঁছিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং আমার সন্তান দের মেরে ফেলার হুমকি দেয় পাশ্ববর্তী কাউকে যেন না বলি, এঘটনায় এলাকার চেয়ারম্যান মেম্বার গণ বিচার করলে ও তারা আমাকে অত্যাচার করে ।
এঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। ঘোর ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ঘটনা বলে উল্লেখ করেন এবং প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর ২৪) সংবাদ সম্মেলনে মোঃ এমরানের পিতা- রহিম পণ্ডিত বলেন, আমার ছেলে এঘটনার সাথে জড়িত নয় সে ষড়যন্ত্রের শিকার। আমি কাজলীর (রিকসো রানীর শাশুড়ি)এর বাড়ির পাশে জমির মালিক প্রতাপ মাঝির কাছ থেকে ২,৫০,০০০/= ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পাবো পাঁচ বছর আগে , সেই টাকা চাওয়ায় প্রতাপ মাঝি, তার ভাই দ্বিপক মাষ্টার কাজলীর সাথে মিলে ষড়যন্ত্র করে তার ছেলের বউকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, কিরন এবং রিপন আপন দুই ভাই হওয়া সত্ত্বেও কিভাবে একসাথে ধর্ষণ করতে যায় এতেই প্রমাণিত হয় এটা সম্পূর্ণ সাজানো এবং ভিত্তিহীন ষড়যন্ত্র বরং এই মেয়ের অতীতে খুব খারাপ রেকর্ড আছে প্রত্যেক বছর সে কারো না কারো নামে দুর্নাম ছড়ায়।
এলাকার বাসিন্দা দিবাকর চন্দ্র দাস ও ডিসেম্বর মিস্ত্রি বলেন, আমরা রিপন কিরণ এমরানের মধ্যে কখনো খারাপ চরিত্র দেখিনি। জীবনদাস বলেন, রিকসো রানীর চরিত্রের সমস্যা আছে সে ষড়যন্ত্র করে এই মামলা দিয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই। অত্র এলাকার বাসিন্দা আঞ্চল হক বলেন, তার খারাপ চরিত্রের কারনে স্বামী চলে গেছে । সুমন চন্দ্র দাস বলেন, রিপন রবিবার সারাদিন আমার কাজ করেছে এবং রাত্রে আমার সাথে ঘুমাইছে, তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করায় প্রসাশন এর কাছে বিচার চাই। জমির শাহ বাজার ব্যাবসায়ী মোঃ শাহীন বলেন, এমরান ভাল লোক, সে ষড়যন্ত্রের।
এ ঘটনায় অভিযুক্ত মিয়া জমির শাহ বাজার ব্যাবসায়ী মোঃ এমরান (সাধারণ সম্পাদক-স্বেচ্ছাসেবক দল, ১ নং মনপুরা ইউনিয়ন বলেন, আমি এঘটনার সাথে জড়িত নয়, পাওনা টাকা কে কেন্দ্র করে এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। মোঃ কিরন এর সাথে কথা বলে জানা যায়,রিকসো রানীর বাসায় কখনো যায়নি।
এই বিষয়ে আরো বলেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আরেকজন মি.রিপন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে পরবর্তীতে তার ফোন বন্ধ পাওয়া যায।