1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজীপুরে বিশ্ব ইজতেমা মাঠে প্রস্ততি ও পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে
গাজীপুর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমা শেষে উভয় পক্ষকে ভাঙচুর ছাড়া সম্মানের সঙ্গে প্রশাসনের কাছে মাঠ বুঝিয়ে দিতে হবে। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পর্যালোচনা সংক্রান্ত  ফলোআপ সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিশ্ব ইজতেমা আয়োজনে দুই পক্ষের দ্বন্দ্বের বিষয়ে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা পৃথিবীতে এ ইজতেমা অত্যন্ত প্রিয় ছিল। সারা বিশ্ব থেকে এখানে লোক আসত। আমরা অনেক চেষ্টা করেছি। এ নিয়ে অনেক পানি গড়িয়েছে। আমরা বহু জায়গায় আপনাদের পাঠিয়েছি। আপনাদের মনোভাবটা পরিবর্তন হয়নি। সেজন্য আমরা কষ্ট পাই। আমরা মনে করি আপনারা মিলেমিশে আবার যদি এক প্লেটে (মাওলানা জুবায়ের আহমেদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম) খেতে পারতেন; আর আমরা যদি তা দেখে যেতে পারতাম, তা হলে খুব খুশি হতাম। তাবলীগ জামাতের দুই পক্ষকে একসঙ্গে আনার ক্ষেত্রে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে নেতৃত্ব দেওয়ারও অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রথম পর্বের আয়োজকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনাদের জুবায়ের গ্রুপ দাবির পরিপ্রেক্ষিতেই প্রথমে সুযোগ করে দেই। সে দাবি রক্ষা করে সম্মানের সঙ্গে মাঠ বুঝিয়ে দেবেন। যাতে কোনো প্রকার ভাঙচুর না হয়, কেউ যাতে কোনো অভিযোগ না করে, এটা আমার অনুরোধ। সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার কিছু ঘটনা ঘটছে; যা দুঃখজনক। সবার কাছে বিনীতভাবে অনুরোধ রইল এসব ঘটনা আর ঘটাবেন না, সবাই মিলেমিশে থাকবেন।
সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অতীতে বিশ্ব ইজতেমায় কাজ করতে গিয়ে কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলোকে লক্ষ্য করে  আগামীতে যাতে সেই ত্রুটি-বিচ্যুতি না ঘটে তার জন্য প্রস্তুতি নিতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন , ইজতেমায় দুই পক্ষের কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা লজ্জিত । তাবলীগ জামাতের মুরুব্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যা বলেন, সে অনুযায়ী যদি কাজ হয় তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। আমি মনে করি আপনাদের আচরণে এমন ভুল আর হবে না যাতে অন্যরা কষ্ট পায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. মিজানুর রহমানের সঞ্চালনায়   বক্তব্য রাখেন  গাজীপুর -২ সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল,পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন , ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম, জোবায়ের পন্থী মুরুব্বি  মাওঃ খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাদ অনুসারী মুরুব্বি ড. আব্দুস সালাম, পুলিশ, র‍্যাব ,গোয়েন্দা সংস্থা, ডেসকো, ফায়ার সার্ভিস, তিতাস, জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রণালয়, সরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD