মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়ি উপজেলায় বসবাসরত সকল মারমা সম্প্রদায়কে কর্ম এলাকার নির্ধারণ করে ক্ষুদ্র ক্ষুদ্র স য়ের মাধ্যমে পুঁজি সৃষ্টি করে নিজেদের ভাগ্য পরিবর্তন তথা অর্থনৈতিক মুক্তির মহান ব্রত নিয়ে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড পথ চলা ২রা আগষ্ট’২০১৪খ্রিঃ সালের ১৪ জন সদস্যের ৩২০টাকা শেয়ার, স য় মাধ্যমে শুরু করা হয় । শুক্রবার (২রাফেব্রুয়ারী) সকালের প্রধান কার্যালয় মাঠ প্রাঙ্গনে দি মারমা ক্রেডিট ইউনিয়ন ইউনিয়ন লিমিটেড ২০২২-২০২৩ অর্থবছরে ৯ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে জাতীয় পতাকায় ও সমবায় পতাকায় উত্তোলন করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী সুচিংপ্রু মারমা ও ব্যবস্থাপনা কমিটি সভাপতি কংজাই মারমা। সভায় স্বাগত বক্তব্যে রাখেন, দি মারমা ক্রেডিট ইউনিয়ন লি: প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী সুইচিংপ্রু মারমা।
পরে দি মারমা ঋণ ব্যবস্থাপক ও দৈনিক মানবকন্ঠ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি অংগ্য মারমা ও কালব মাটিরাঙা উপজেলা প্রোগ্রাম অফিসার ইথুন মারমা স ালনায় কংজাই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, কালব চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সাজে অং রাখাইন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা লুব্রেই মৌজা প্রধান চাইথোয়াইহ্লা চৌধুরী, সিন্দুকছড়ি ক্লাষ্টার ব্যবস্থাপনা কমিটি সভাপতি কঞো চৌধুরী, ২নং হাফছড়ি ইউপি সদস্য অংগ্যজাই মারমা, ৩নং সিন্দুকছড়ি ইউপি সদস্য মংসা মারমা, মানিকছড়ি ক্লাষ্টার ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি সাথুই মগ, কোষাধ্যক্ষ আম্যে মগ, সদস্য উমাপ্রু মারমা, গুইমারা ক্লাষ্টার ব্যবস্থাপনা কমিটি সভাপতি আচাইপ্রু মারমা, সাধারণ সম্পাদক উগ্যজাই মামরা, সহ-সভাপতি দিলীপ মারমা, ক্লাষ্টার ব্যবস্থাপক সাথৈঅং মারমা, ক্যপ্রুসাই মারমা, থোয়াইঅংরী মারমা, আইটি অফিসার পাইপ্রুসাই মারমাসহ মানিকছড়ি, গুইমারা, লক্ষীছড়ি উপজেলায় বিভিন্ন সেবা কেন্দ্রে ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে রাখেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা , ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, কালব চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সাজে অং রাখাইন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা লুব্রেই মৌজা প্রধান চাইথোয়াইহ্লা চৌধুরী, সিন্দুকছড়ি ক্লাষ্টার ব্যবস্থাপনা কমিটি সভাপতি কঞো চৌধুরী , গুইমারা ক্লাষ্টার ব্যবস্থপনা কমিটি সাধারণ সম্পাদক উগ্যজাই মামরা, সহ-সভাপতি দিলীপ মারমা প্রমূখ।
দি মারমা ক্রেডিট ইউনিয়ন লি: প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী সুইচিংপ্রু মারমা বক্তব্যে বলেন, দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্রেডিট ইউনিয়নে লিমিটেড দ্বারা বেকার শিক্ষিত ২০ জন চাকুরী কর্মসংস্থান হয়েছে। সাধারণ সদস্য মোটরসাইকেল (রাইড শেয়ার) ১৪৫ জন, সিএনজি ৫ জন, জীপ গাড়ী ৩ জন, পাওয়া টিলা (কৃষি যন্ত্র) ৩ জন, ইজিবাইক টমটম ৩১ জনকে ঋণ সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিদেশে রেমিটেন্স যুদ্ধা তৈরিতে (প্রবাসী) সহযোগিতা ১৯জন। এছাড়াও এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য সদস্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই দি মারমা ক্রেডিট ইউনিয়নে যাত্রা সময় ৩শত ২০ টাকা মুলধন দিয়ে শুরু করে ২০২২-২০২৩ অর্থবছরে ৮ কোটি ৭৩ লক্ষ ৭৫ হাজার ৩শত ৯৬ টাকা মুলধন দাঁড়িয়েছে।
প্রধান অতিথি গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বক্তব্যে বলেন, দি মারমা ক্রেডিট ইউনিয়ন কার্যক্রম দেখে আনন্দিত।
এই ক্রেডিট ইউনিয়ন মাধ্যমে মারমা জনগোষ্ঠী সুসংগঠিত হয়েছে। এইধারা অব্যাহত রাখলে জাতির উন্নতি শিখরে পৌঁছতে পারবে। তিনি দি মারমা ক্রেডিট ইউনিয়ন গুইমারা ক্লাষ্টার অফিসে ব্যবহার জন্য একটি লেপটপ ও ফটোকপি মেশিন প্রদানে প্রতিশ্রুতি দেন।