
মোঃ আব্দুস ছালাম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সৈয়দপুর জেলা বিএনপির অধিন্যস্ত ইউনিট কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় মিনি স্টেডিয়ামে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আলমামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় এই বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা বরেণ্য কন্ঠশিল্পী বেবী নাজনীন, আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সৈয়দপুর জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন, উপজেলা বিএনপির সদস্য আশরাফ আলী, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কৃষক দল, মহিলা দল, তাঁতীদল,সহ ৯ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি শহিদদের আত্নার মাগফেরাত করে দোয়া কামনা ও বিজয় র্যালির আয়োজন করে।
স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠ থেকে বিজয় র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে সমাপ্তি ঘোষনা করা হয়।