তানভীর আকন প্রায় আট বছর যাবত ছবি আঁকি। আমার বয়স যখন সাত বছর তখন থেকে আমার ছবি আঁকা-আঁকির প্রতি ভালো লাগা কাজ করত। সেই ভালো লাগা থেকে ছবি আঁকার প্রতি আমার ভালোবাসা জন্ম নেয় আর মনের সুখে ছবি আঁকি। ছোট বেলায় যখন ছবি আঁকতাম তখন বাবা-মা খুশি হতো। আমার বেড়ে উঠার সাথে সাথে আমার ছবি আঁকার নেশা টাও বেড়ে যায়।
আর আমার বাবা-মায়ের মনে হতে লাগলো এই ছবি আঁকার নেশা যেন আমার ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। ছবি আঁকার জগতে আমি একদম একা হয়ে পরি। প্রথম আমার ছবি আঁকার হাতে খড়ি শুরু হয় চব্বিশ কালারের একটা পেস্টেল কালার বক্স দিয়ে। তারপরে যে বিভিন্ন কালার বক্স কেনা হয়েছে সব গুলো টিফিনের টাকা জমিয়ে। স্কুলে কোনো অনুষ্ঠানে যখন চিএঅঙ্কন প্রতিযোগিতা সব সময় প্রথম পুরুষ্কার নিয়ে বাসায় যেতাম তখন পরিবারের সবাই খুশি না হয়ে বলত এ-সব করে কী লাভ।
দশম শ্রেণিতে পড়ুয়া অবস্থায় দশ টাকার পেন্সিল দিয়ে ১০,০০০ টাকা উপার্জন করে ছবি আঁকার সরঞ্জাম কিনেছি। শুরু করি এ্যাক্রালিক পেইন্টিং। আমার করা পেইন্টিং হাজির করি বিভিন্ন প্রদর্শনীতে। অর্জন করি বিভিন্ন সার্টিফিকেট। জায়গা করি নেই স্কুল কলেজের বন্ধু ও শিক্ষকদের মনে। কিন্তু জায়গা করে নিতে পারলাম না পরিবারের মানুষের মনে। ছিল না পরিবারের সহযোগিতা তাইতো এখন ব্যর্থ শিল্পী আমি।