নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোনার মদন উপজেলা পৌর বাস টার্মিনালের দীর্ঘদিন সংস্কার না হওয়া বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এত করে যাত্রী পরিবহন মালিক ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাস টার্মিনালের নির্ধারিত জায়গা ব্যবহার না করে প্রধান সড়কের যাত্রী উঠানামা করা প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
মদন যাত্রীবাহী বাস টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত কোনো সংস্কার হয়নি অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিক মালিকদের। অভিযোগ, টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। পৌরসভার আর্থিক সঙ্কটের কারণে সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ জামিল হোসেন। মদন বাস স্টেশন বেহাল দশা বিষয়টা ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হবে।
২০১৪ সালে মদন পৌর শহরের কোট বিল্ডিং এলাকায় কেন্দ্রীয় নতুন বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। গত ১২ বছরে কোনো মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে গর্তে পরিণত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই টার্মিনালে পানি জমে যায়, ফলে যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামায় বিঘ্ন ঘটে।
শ্রমিকদের অভিযোগ, টার্মিনালে যেখানে বাস রাখার স্থান অল্প বৃষ্টি হলেই পানি জমে পুকুরে পরিণত হয়। যাত্রীরা বাসে উঠতে পারছে না। মদন টু নেত্রকোনা প্রধান রাস্তায় যাত্রীবাহী বাস রেখে যাত্রী উঠানামা করতে হচ্ছে।
নতুন বাস টার্মিনাল বেহাল দশা শ্রমিক সমজান আলী( ৫০), মোঃ শাফায়াত উল্লাহ ((৪০) সুমন মিয়া (৩০) হেলাল উদ্দিন (৪০)সহ অনেক শ্রমিকরাই জানান, বহুবার পৌরসভার কাছে সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। এখন বর্ষার মৌসম অল্প বৃষ্টি হলে পানি জমে পুকুরে পরিণত হচ্ছে।
আমরা জানিয়েছি, পৌরসভা কর্তৃপক্ষকে বাস টার্মিনালের অবস্থা বেহাল দশা, কিছু কংক্রিট পাথর বালু দিয়ে গর্তগুলা ভরাট করে দেওয়ার জন্য যাতে করে আমরা দুর্ঘটনা কবল থেকে বাঁচতে পারি তাও হচ্ছে না।
উপজেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, এখন বর্ষাকাল হালকা বৃষ্টি হইলেই বাস টার্মিনালে পানি জমে পুকুরে পরিণত হয়। যাত্রীবাহী বাস গাড়ি রাখা খুবই সমস্যা হচ্ছে।
এতে করে যাত্রী এবং জনগণের উভয়ে কষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে, আমি উপজেলা পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার স্যারকে বিনীত অনুরোধ জানাই, আমাদের বাস স্টেশনের খুবই অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে একটু সুনজর দেওয়ার জন্য।
মদন পৌরসভার বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তজেলা ও অভ্যন্তরীণ শতাধিক বাস চলাচল করে।
এ বিষয়ে মদন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ অলিদুজ্জামান বলেন, মদন পৌরসভার বাস টার্মিনালের বিষয়ে আমাকে পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল সাহেব জানিয়েছেন। আমি সরজমিনে গিয়ে দেখি আপাতত কি করা যায়।