
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম বার।

শনিবার তিনি উপজেলার শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম (৮ নং ওয়ার্ড, ঢেওয়াপাড়া), বনিকপাড়া পূজা উদযাপন পরিষদ (৯ নং ওয়ার্ড, পশ্চিম রাউজান), পল্লী জনকল্যাণ সমিতি পূজা উদযাপন পরিষদ (চেয়ারম্যানঘাটা, পশ্চিম রাউজান) ও ঢেওয়াপাড়া রক্ষাকালী মন্দির (পালিতপাড়া, ৮ নং ওয়ার্ড) ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেন। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন, “শারদীয় দুর্গাপূজা সর্বজনীন আনন্দের উৎসব। পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব সিরাজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।