
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বিভিন্ন মন্দির ও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা বিএনপিসহ বিডি ক্লিনিং এর সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে ‘সবার আগে বাংলাদেশ`এই শ্লোগানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফের নেতৃত্বে পৌর শহরের পিপুলতলা দুর্গা মন্দির ও প্রগতি ক্লাব চত্বর থেকে শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপ ও রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।
কার্যক্রমে আরো অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের আহব্বায়ক মুনিরা বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক আওলাদ হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন।
এছাড়াও উপজেলা ছাত্রদল নেতা দুলাল হোসেন, জিম হক, মুসাব ইবনে মাজেদ, লেমন, শাওয়াল, হামিম, সাকিব, জাহিদ, আলম, পারভেজ, নয়ন, সেলিম পারভেজ জীবন, মাসুম, সাব্বির, পান্না, হারুন, সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।