
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)বিকালে হরিপুর স্টেডিয়ামে মহাসচিবের মরহুম পিতা “মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের” ফাইনাল খেলা উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হরিপুর উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলকে ‘অন্ধকার সময়’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি।’
মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা প্রত্যাশা করি দেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই এক হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। আমরা গণতন্ত্রকে আরও মসৃণ ও প্রতিষ্ঠিত করতে চাই।’
এসময় চুড়ান্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি হরিপুর উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে তিনি টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন।
ফাইনাল খেলায় ঠাকুরগাঁও জেলা ফুটবল দল মুখোমুখি হয় সৈয়দপুর ফুটবল একাদশের। রোমাঞ্চকর ম্যাচে ট্রাইব্রেকারে ৫/৪ গোলে জয়ী হয় ঠাকুরগাঁও ফুটবল দল।