
চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫ ডিসেম্বর)জুমার নামাজে পরে উপজেলার হাবিবুর রহমান নিজাম জামে মসজিদে এ দোয়ার আয়োজন করে আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়ন বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম ১৩ মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ত্ত্বাবধানে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সরওয়ার জামাল নিজাম বলেন,খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি-তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।