
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার মদন উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী-এর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা সরকারি বেসরকারি দপ্তরের প্রধান,বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, যুবসমাজ, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন।
এতে উপস্থিত বক্তারা নতুন ইউএনও-এর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সেবা কার্যক্রমে গতিশীলতা ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, মুক্তিযোদ্ধা উপজেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, কাইটাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের আজাদ, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলার সাধারণ সম্পাদক শেখ মাসুদ সহ অন্যান্য প্রমুখ।
নবাগত ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী তার বক্তব্য সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, মদন উপজেলার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব মদনে। মদন উপজেলার প্রতিটি নাগরিক যাতে সরকারি সেবা বঞ্চিত না হয়, সহজে সেবা পায়- সে বিষয়ে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে আমি আপনাদের কথা দিলাম।
নবাগত ইউএনও মতবিনিময় সভায় সামাজিক স্থিতিশীলতা, শিক্ষার মানউন্নয়ন করন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার উন্নয়ন করন, রাস্তাঘাট সংস্কার করন, কৃষি উন্নয়ন করন,স্বাস্থ্যসেবা বিস্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।