
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাওন হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মদন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় মদন উপজেলা পরিষদের সামনে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিহত স্কুল ছাত্র শাওন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূইহাটি গ্রামের দুলন মিয়ার ছেলে।
উল্লেখ্য যে, গত (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী যতীন্দ্রগন বাজারের সামনের রৌহা হাওড়ে হিজল গাছের নিচে শাওনকে হত্যা করে রক্তাক্ত মৃতদেহ ধানের কৃষি জমিতে ফেলে রাখে।
এলাকাবাসী হাওরে কৃষি জমিতে কাজ করতে গেলে তার মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।
এ হত্যাকারী দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের ছাত্র সৌরভ,
পারভেজ আহমদসহ অন্যান্য প্রমুখ।