মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
সারা দেশের ন্যায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণে বিনম্র শ্রদ্ধা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা সকল দপ্তরে প্রধানদের নিয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন। এরপরে পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন।
এদিকে বুধবার সকাল ৭টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০ টায় উপজেলা টাউন হল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরীর স ালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কার্যালয় কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, এতে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)শাহীনা নাছরিন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী। অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, শিক্ষার্থী জান্নাতুল নাঈমা জ্যোতি শেখ তানজিনা ইসলাম তানহা ও মো.মিজবাউল আজিম প্রমুখ।
পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।