
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে আত্মপ্রকাশ হলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “উত্তর মওয়ামারী ও ইউপিপাড়া যুব সংগঠন।

উপজেলার বামনডাঙ্গা ও বেরুবাড়ী ইউনিয়নে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, জেন্ডার বৈষম্য, সহিংসতা, অনলাইন জুয়া, নারী নির্যাতনসহ নানা অসামাজিক কর্মকান্ড প্রতিরোধ, দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষকে দুর্যোগ ও আপদকালীন সহায়তা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক সহায়তা, বয়স্ক, প্রতিবন্ধী ও কারামুক্ত ব্যাক্তিদের সহায়তা প্রদানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নের লক্ষ্যে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে গতকাল বিকালে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান হয়।
আলোচনাসভা শেষে ৬জনকে উপদেষ্টা করে জাহানুর আলমকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক পদে রেখে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ করা হয়।
বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেনপেন্ট তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে এবং সংগঠনের প্রতাষ্ঠাতা সভাপতি জাহানুর আলমের পৃষ্ঠপোষকতা ও সঞ্চালণায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার এসআই অপূর্ব কুমার সরকার, তরুণ লেখক ও দ্যা গ্রিণ নেক্সাস’র প্রতিষ্ঠাতা তারেক খান মজলিস তারা, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা শাখার আহŸায়ক সোহেল রানা, গাছপাড়ী ছানাউল্লা নূরানী ও হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. মিজানুর রহমান, গাছপাড়ী দ্বীন মোহাম্মদ নূরানী ও হাফেজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক শামীম, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক চিষতী, একতা যুব সংগঠনের সভাপতি মুছা বাবু প্রমুখ।