
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ভাল রাখতে কয়রায় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় কয়রা থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী ও ডি-সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ আমির হামজা।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, এ্যাডঃ নজরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কযরা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, গোলাম রব্বানী, মোঃ কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান,ডি এম জাহিদুল ইসলাম , মাওলানা আয়ুব আলী, শিক্ষক জিএম জহুরুল হক, দিলিপ কুমার বৈরাগী, শিক্ষার্থী মারুফ হোসেন, বায়োজিদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।