
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা সুন্দরবন ঘেঁষা মঠবাড়ী গ্রাম থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ স্থানীয়রা দেখতে পায়। পরে তারা বনবিভাগ কে খবর দিলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের (কর্মকর্তা) নাসির উদ্দীনের নেতৃত্বে ও ভি,সি,আর,সি সদস্যদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মহারাজপুর ইউনিয়নে প্রতাপসরণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কাঁকড়া ব্যবসায়ী হিরণ মন্ডলের বাড়ি থেকে ১৩ কেজি ওজনের ১০ ফুট দৈর্ঘের অজগর সাপটি দেখতে পান। খবরটি জানাজানি হলে শত-শত মানুষের ভিড় পড়ে যায়।
মহারাজপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু সাঈদ মোল্লা বলেন, বিশাল বড় অজগর সাপটি দেখে এসেছি। শত-শত মানুষের ভিড় পড়ে গেছে সাপটি দেখার জন্য। সাপটি অবমুক্ত করার জন্য বনবিভাগের কর্মী নিয়ে এসেছে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ১৩ কেজি ওজনের ১০ ফুট লম্বা অজগরটি আমি এবং আমার টিম নিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি এবং কাশিয়াবাদ স্টেশনের অপজিটে গহিনবনে অবমুক্ত করা হয়েছে।