1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দু’জনকে প্রার্থী ঘোষণা গৌরনদীতে হারিছুর রহমান,আগৈলঝাড়ায় সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

রিপোর্ট: কাজী রনি 

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার জন্য আওয়ামীলীগের অন্তত ১০ জন নেতা প্রস্তুতি নিচ্ছিলেন। ছয় মাস ধরে তাঁরা গণসংযোগ করেছেন। এর মধ্যে রোববার ৩১ মার্চ রাতে জেলা আওয়ামীলীগর শীর্ষ নেতাদের উপস্থিতিতে দুই উপজেলার দুজনকে প্রার্থী ঘোষণা করা হয়অ। এতে প্রচারণায় থাকা অন্য নেতারা হঠাৎ নিশ্চুপ বনে গেছেন। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি হাসানাত আবদুল্লাহর বাসভবনে রবিবার রাতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ধান্ত অনুযায়ী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও আগৈলঝাড়ার সংসদ সদস্যের ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ প্রতিদ্বন্ধিতা করবেন। বিষয়টি জানাজানির পর নেতা কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার ছবি দিয়ে উচ্ছে¡াস প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত সম্ভাব্য এক প্রার্থী বলেন, সংসদ সদস্যের বাসভবনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপস্থিতিতে রাতে দুজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেহেতু আবুল হাসানাত আবদুল্লাহ দুজনকে মনোনীত করেছেন। এ জন্য তিনি প্রার্থী হবেন না। দলীয় সূত্র ও সম্ভাব্য প্রাথীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেরা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গৌরনদী ও আগৈলঝাড়া নির্বাচন হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নামেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, বর্তমান চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুন নাহার, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান মেয়রের ভাই আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান।

তাঁরা ছয় থেকে সাত মাস ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড মতবিনিময়সহ গণসংযোগ করেছেন। কিন্তু রবিবার পর হঠাৎ তাদের প্রচারণা স্থবির হয়ে পরে। ইতিমধ্যে প্রার্থী হতে পৌর মেয়রের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মো. হারিছুর রহমান।

এইচ এম জয়নাল আবেদীন বলেন,আমি হঠাৎ অসুস্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হচ্ছে তবে এটা সঠিক নয়। নিজের প্রার্থিতার বিষয়ে বলেন, পরিস্থিতির ওপর সিন্ধান্ত নেবেন। মো. ফরহাদ হোসেন মুন্সী বলেন, বরিশালের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর সিন্ধান্তের ওপর তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি নির্ভর করছে।

দলীয় সূত্রে জানায়, আগৈলঝাড়ায় সম্ভাব্য প্রাথী হিসেবে বর্তমান চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রইস সেরনিয়াবাত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন প্রচারণা চালান। কয়েক দিন ধরে প্রার্থী হিসেবে আলোচনায় আসেন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর কনিষ্ঠ ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। এ বিষয় জানতে চাইলে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পাশাপাশি হারিছুর রহমান ও আশিক আবদুল্লাহর যোগাযোগ করতে চাইলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নাম না বলা স্বার্থে জেলা আওয়ামীলীগের এক নেতা বলেন উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করার সুযোগ নেই। নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গৌরনদী-আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার বিষয় সিন্ধান্ত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD