1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আগামী ২৭এপ্রিল বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ভর্তি কার্যক্রম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন ও শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে সমন্বয় সভার আয়োজন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, পৌর মেয়র, থানা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ শাহজাদপুর পৌরসদরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি পরীক্ষার সংক্রান্ত সার্বিক অবস্থা অবহিত করে বলেন, বিগত বছরগুলোতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতবছরের ন্যায় এবারও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা। রবি উপাচার্য, সাংসদ জনাব চয়ন ইসলামকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন অকৃত্রিম সুহৃদ হিসেবে অভিহিত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমন্বয় সভার প্রধান অতিথি চয়ন ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকার পরেও জিএসটির মত গুরুত্বপূর্ণ পরীক্ষা শাহজাদপুরে আয়োজন করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমকে অভিনন্দন জানান, একইসঙ্গে তিনি শাহজাদপুরবাসীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য , ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সফলভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। এবার ৩য় বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD