1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

খাগড়াছড়ি পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১৩১ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়ের প্রাণের উৎসব পাহাড়ি জনগোষ্ঠী প্রধান সামাজিক উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষ উৎসব উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে টাউন হল প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল ও বাঙালিসহ পাহাড়ের বসবাসরত সকল মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় একটি মিলনমেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ,গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মো. আরীফ, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীর ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নেচে গেয়ে আরো আলাদা শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সামনে মারমা সম্প্রদয়ের ঐতিহ্যবাহী পানি খেলার আয়োজন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD