আশুলিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ’সহ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় হাজী সৈয়দ খাঁন স্কুল ও কলেজ মাঠে ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে চিনি, তেল, পোলার চাউল, সেমাই ও আলু বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেককে নগদ ৫শ টাকা করে দেওয়া হয়।
সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খাঁনের নিজস্ব অর্থায়নে এ ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের সদস্য মোঃ হারুন ভান্ডারী ও সাবেক যুবলীগ নেতা এবাদত হোসেন’সহ আরো অনেকে।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন বলেন, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর নিকট যিনি বিগত বছরের মত এবারো আমি আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন। দোয়া করবেন যেন মানুষের সেবা করে যেতে পারি এবং আগামীতে যেন আরও বড় পরিসরে সহযোগিতা করতে পারি।