তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোসলেম মিয়া সরকারের নিজ অর্থায়নে অসহায় ও হতদরিদ্র ৫শত পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
গত সোমবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।অর্থ বিতরণের সময় মো.মোসলেম মিয়া সরকার বলেন,আমি প্রতিবছরই মাহে রমজানের শেষ দিকে ঈদ পূর্ব মূহুর্তে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করে আসছি।আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো এই অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর পাশে সব সময় থাকতে পারি।