1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

নাটোরে প্রস্তুত ৮৩৬ ঈদগাহ মাঠ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

নাটোর: নাটোরের সাত উপজেলা ও আট পৌরসভায় এবার ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার সাড়ে তিন হাজার মসজিদের অধিকাংশতেই ঈদের নামাজের আয়োজন করা হবে।

বুধবার (১০ এপ্রিল) রাতে ইসলামিক ফাউন্ডেশন, নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানিয়ে বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপদ ঈদ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সকাল ৭টায় শহরে প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন আলাইপুর মারকাজ জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান।

একই স্থানে সকাল ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে, বিকল্প ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় মসজিদে একই সময়ে পরপর দুটি জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠগুলোর মধ্যে মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮টায়,  রানি ভবানী রাজবাড়ির মাঠে সকাল ৮টায়, হরিশপুর ঈদগাহ মাঠ এবং কামারদিয়া ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের সংস্কার, তোরণ নির্মাণ, সামিয়ানা স্থাপনসহ সাজসজ্জার কাজ শেষ হয়েছে। ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রবেশপথগুলো পতাকায় সাজানো হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোও আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত করেছে নাটোর পৌরসভা।

প্রথম ঈদ জামাতের আগে রেওয়াজ অনুযায়ী ঈদের শুভেচ্ছা জানিয়ে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে কয়েকদিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সাদা পোশাকেও কাজ করে যাচ্ছে। আশা করি নাটোরবাসী শান্তিতে ঈদ উদযাপন করতে পারবেন।

এদিকে ঈদ ঘিরে শেষ মুহূর্তেও বিপণিবিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পোশাক, জুতা, প্রসাধনী, ইলেকট্রনিক্স, এমনকি জুয়েলারি দোকানগুলোতেও ভিড় রয়েছে। সবজি, মসলা আর মাংসের বাজার এবং মিষ্টির দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD