
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলার ধামরাই যথাযোগ্য মর্যাদায় আলোচনাসভা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল (বুধবার) সকালে ধামরাই উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন।
একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আদনান হোসেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশসহ ধামরাই উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা।