জাজিরা (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা থেকে চুরি হওয়া একটি বাল্কহেড সহ তিন আসামীকে নড়াইল জেলার নড়াগাতি এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন শরীয়তপুর মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে মানিকগঞ্জের হরিরামপুর চেয়ারম্যানঘাট এলাকায় নোঙ্গর করা এমবি বরকত নামক বাল্কহেডের সুকানি আমিনুলকে একই বাল্কহেডের কর্মচারীরা চেতনা নাশক ঔষধ খাইয়ে বাল্কহেডটি চুরি করে চাঁদপুরের দিকে রওনা করে। ভোর রাতে শরীয়তপুর জাজিরার সিডারচর এলাকায় পৌছলে সুকানি আমিনুলকে অচেতন অবস্থায় হাত পা বেঁধে পদ্মা নদীর পানিতে ফেলে দেয়।
বিষয়টি স্থানীয় জেলেদের নজরে আসলে তারা সুকানিকে উদ্ধার করে মাঝিরঘাট নৌ পুলিশকে অবগত করে। মাঝিরঘাট নৌ পুলিশের ইনচার্জ জসীম উদ্দীনের তত্ত্বাবধানে এস আই জহির উদ্দিন ঘটনার অনুসন্ধান সহ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ এপ্রিল সকালে নড়াইল জেলার নড়াগাতি থানাধীন বরদিয়া বাজার সংলগ্ন এলাকার পদ্মা-মধুমতি নদী থেকে বাল্কহেড সহ হাফিজুর রহমান, সাজ্জাদ শেখ ও মেহেদী হাসান নামক তিন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।