ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্টকে লতিফা বেগম নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার( ২৯ শে এপ্রিল ) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহারি গ্রামে এ ঘটনা ঘটে। লতিফা বেগম উপজেলা বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের মৃত মোকসেদুল ইসলামের স্ত্রী।
বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবু তাহের বলেন ৪০ দিনের হত দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় তার দেবর ইলিয়াস।
সোমবার সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে কাজে আসেন লতিফা বেগম, একটি মাটির রাস্তা সংস্কারের মাটি কাটার কাজ করছিলেন তিনি এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্য শ্রমিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ জানান, শ্রমিক লতিফা বেগমের মরদেহের সুরতহাল রিপোর্টের পর হিট স্টকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি স্বজনদের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।