স্টাফ রিপোর্টার, বরিশাল :
বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি,বরিশাল জেলা পরিষধের চেয়ারম্যান এ্যাড:এ.কে.এম জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর সাবেক সফল মেয়র, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।এছাড়াও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে উক্ত আনন্দ মিছিলকে জনসমুদ্রে রুপান্তরিত করেন।
ক্ষমতার নয় জনতার নেতা প্রিয় সাদেক ভাই, আগেও ছিলাম, এখনো আছি,আপনার সাথে তাই এমন গানের প্রতিধ্বনিতে মুখোরিত ছিল বরিশাল শহর।চারদিকে যেন এক আনন্দের সমারোহ আর নানান রঙের খেলায় মেতে উঠেছিলো সাধারন মানুষ।সাদিক আব্দুল্লাহর হাসিতেই যেন হাসে গোটা বরিশালবাসি।
বরিশালের সাধারণ মানুষের বিশ্বস্থ এক আস্থার জায়গা হিসেবে সাদেক আব্দুল্লাহ তার নিজের নাম বরিশালের মানুষের হৃদয়ে লিখে রেখেছেন অনেক আগেই।যখন তিনি বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র ছিলেন বেশিরভাগ সময় তাকে সাধারণ মানুষের সাথে বেশি মিশতে দেখা গিয়েছে।এমনকি ঘূর্নিঝড় চলাকালীন সময়ও তাকে ঘরে বসে থাকতে দেখা যায় নি।ছুঁটে গিয়েছেন সাধারণ মানুষের পাশে।বরিশালের এমন কোনো ঘর নেই যেই ঘরে তিনি ত্রান পৌঁছে দেন নাই।
রাস্তাঘাটের সঠিক তদারকি থেকে শুরু করে ড্রেনের ময়লা পরিষ্কার,নিজের হাতে মশা নিধনের ঔষধ ছিটানো।খুব অল্প সময়ের মধ্যে তিনি বরিশাল সিটি কর্পোরেশনকে দূর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হিসেবে সমাজের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। সিলেট যখন বন্যার পানিতে ভেসে গিয়েছিল তখন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিলেট বাসিকে ১০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন।
তার নীতি,নৈতিকতা ও সৎ সাহসের কারনেই মানুষের কাছে তিনি প্রিয় হয়ে উঠতে পেরেছেন।
যার ফলে তার দুঃসময়েও তার নেতাকর্মীরা তাকে আগলে রেখেছেন তাদের ভালোবাসার চাঁদড়ে। সবমিলিয়ে তিনি তার সংগঠনের কাছে একজন শক্তিশালী নেতা,যাকে কখনো কেউ ক্লান্ত হতে দেখে নাই।