কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
সংবাদ সংগ্রহের জন্য তথ্য চাওয়ার জের ধরে নীলফামারীর কিশোরগঞ্জে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মনির হাসান জীবকে কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তার প্রতি ক্ষিপ্ত হইয়া তার বাড়ি কোথায়,কতটুকটু শিক্ষার মর্যাদা বুঝ, কতটুকু শিক্ষিত এরুপ অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারপিট করতঃ তাকে অফিস কক্ষ থেকে বের করে দিয়ে তিনতলা হইতে নিচে ফেলে দিয়ে প্রাণ নাশের হুমকির বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরের সামনে কিশোরগঞ্জ উপজেলার কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে কিশোরগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক সহ বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত এশিয়ান টিভির নীলফামারী জেলা শাখার অনলাইন ডিজিটাল মিডিয়া প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু এবং কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু তাহের তাদের বক্তব্যে সাংবাদিকের প্রতি এমন অকথ্য ভাষায় গালিগালাজ এবং সাংবাদিককে প্রান নাশের হুমকির তিব্রনিন্দা ও প্রতিবাদ জানান।এসময় কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কিশোরগঞ্জ এর সাবেক যুগ্ন আহবায়ক আঃ রাজ্জাক,রিপোর্টাস ক্লাবের সভাপতি,আঃমান্নান,বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি,দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজাদ হোসেন আওলাদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ, গত ২৩ জুন একাধিক ‘প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এই সাংবাদিককে হুমকির প্রতিবাদে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্দ হয় গোটা সাংবাদিক সংগঠনের ব্যাক্তিরা সহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা।উক্ত কর্মকর্তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী সংবাদকর্মী জীবন ইসলাম।