তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের সোনাকান্দা গ্রামের উন্নয়ন মূলক কাজ এর বিষয় নিয়ে গ্রামবাসীর সাথে উঠান বৈঠক করলেন বাংলাদেশ আ. লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার সোনাকান্দা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দেলোয়ার হোসেন পলাশ সোনাকান্দা কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়ের জন্য দানকৃত ভরাট জমি, মসজিদ, মাদ্রাসা ও চলাচলের রাস্তা পরিদর্শন করেন। পরে ইউনিয়ন আ. লীগ নেতা আক্তার হোসেনের বাড়িতে উঠান বৈঠকে গ্রামের সার্বিক উন্নয়নের বিষয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেলোয়ার হোসেন পলাশ সোনাকান্দা গ্রামের উন্নয়ন বিষয়ে কথা বলেছেন।
এসময় উপস্থিত ছিলেন,শফিকুল ইসলাম মেম্বার,সাবেক মেম্বার ওয়াহিদুজ্জামান কালা ভূইয়া, মিজানুর রহমান মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, আক্তার হোসেন, বিল্লাল হোসেন, শামীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম নিরব, মোঃ মনির হোসেন, সোনাকান্দা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ সবুজ মিয়া ও আমেরিকান প্রবাসি মোঃ নুরুল ইসলাম,নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।