কুষ্টিয়া : কুষ্টিয়া ভেড়ামারায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে মোহাম্মদ ফিরোজ খানের পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এই বিষয়ে ফিরোজ খান বলেন আমি গত ২৪ -৬- ২০২৪ তারিখে আনুমানিক ১:৩০ এ ভেড়ামারা থানা ধীন ঢাকা কোচ স্ট্যান্ডে হানিফ কাউন্টারের পাশে সেলুনে বসে আমার সাথে পরিচয় হয় ওই প্রতারক এর । তার সাথে একসময় সখ্যতা গড়ে উঠলে তিনি আমাকে ঢাকা সেনানিবাসে ডিমের ঠিকাদার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে।
কাজ পাইয়ে দেওয়ার জন্য আমার নিকট থেকে ট্রেড লাইসন্স, ভোটার আইডি, ছবি ও নমিনেশন হিসাবে আমার স্ত্রীর ছবিসহ প্রয়োজনীয় কাগজ পাতি ২৪/৬/২০২৪ তারিখে ভেড়ামারা থানার সামনে থেকে নিয়ে যায় এবং তারপর দিন ২৭-৬-২০২৪ তারিখে ভোর ছয়টার সময় সেই ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে আসেন। আমাকে ঢাকা সেনানিবাস যাওয়ার কথা বলেন।
ভেড়ামারা থেকে ঢাকা পৌঁছানোর পর মিরপুর ইউসিবি ব্যাংকের শাখা থেকে ৫ লক্ষ ৪ হাজার টাকা উত্তোলন করি। এরপর সে আমাকে মিরপুর সেনানিবাসের ক্যান্টিনে নিয়ে যায় এরপর সে আমাকে ক্যান্টিনে বসতে বলে টাকাগুলো সেনা নিবাসের ভেতর জমা দিবে বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। সেই প্রতারক ব্যক্তি না ফিরলে আমার মনে সন্দেহ হলে আমি যোগাযোগ করি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোঃ শাহিন ইসলামের সাথে। সেই এলাকার সিসিটিভির ভিডিও অনুসন্ধান করি ভিডিও ফুটেজ, ছবি ও তার ভাড়া করা প্রাইভেট গাড়ির নাম্বার প্লেট চিহ্নিত করি।
পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য জন্য পরামর্শ দেয় গোয়েন্দা বিভাগের সেই ব্যক্তি। আমি পরে সেই ব্যক্তির ভাড়া করা প্রাইভেট কারের ড্রাইভার কামরুলের সাথে যোগাযোগ করলে জানতে পারি গাড়িটির ভেড়ামারা হতে সে ভাড়া নিয়েছে এবং মিরপুর সেনানিবাস এর সামনে থেকে সামান্য একটু দূরে গিয়ে নেমে যাই সেনাবাহিনী ক্যাপ্টেন পরিচিত ব্যক্তি।
পরবর্তীতে ওই ব্যক্তিকে আমি ফোন দিলে আমাকে ফোনে ভয়-ভীতি দেখিয়ে ও মৃত্যুর হুমকি দিয়ে ফোন ব্লক করে দেয় এবং এর নাম্বারটি বন্ধ করে ফেলে। ওই প্রতারক বেশিরভাগ সময় মাক্স পরিধান করে থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।