ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর হাটপাড়ায় জান্নাতি নামের ১২ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫-ই সেপ্টেম্বর) রাত আনুমানিক দশটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জান্নাতি তার মায়ের সাথে ঘরে ঘুমিয়ে পড়ে, রাত সাড়ে নয়টার দিকে জান্নাতির পায়ে ব্যথা অনুভব করলে চিৎকার দেয়, তার মা ও পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোন কিছুর কামড়ের চিহ্ন। পরক্ষণে জান্নাতি বমি করতে শুরু করলে তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, জাকির হোসেনের মেয়ে জান্নাতি সে দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে গতকাল রাতে জান্নাতির মৃত্যু হয় আমরা ধারণা করতেছি এটি অসচেতনতার কারণে হয়েছে জান্নাতি যে ঘরে শুয়েছিল সেটি “মাটির”ঘর সেখানে অনেক গর্ত দেখা যাচ্ছে গর্তের মধ্যেই বিষাক্ত সাপ থাকতে পারে, এটা আমরা ধারণা করতেছি।তবে আমাদেরকে সচেতন হওয়ার দরকার।