ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ছয় দফা দাবিতে শান্তিপূ্র্ন মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউ।
সোমবার (৯- সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ ছয় দফা দাবিতে তাদের এই কর্মসূচি
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো:- কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬মাস) করতে হবে।২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
উপসহকারী প্রকৌশলী(১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না।উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দের জন্য সংরক্ষিত রাখতে হবে।