
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি নেতা মোঃ এনামুল হক এর ব্যক্তিগত উদ্যোগে মদন পৌরসভার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) মদন পৌরসভার ৬ নং ওয়ার্ডের ব্যক্তিগত চেম্বারে সকাল ১১ টার দিকে পৌরসভার সকল ওয়ার্ডের হতদরিদ্র অসহায় মানুষেরদের ৬০০ শতাধিক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণেকালে প্রধান অতিথি ছিলেন, বিএনপি নেতা এনামুল হক ও তার সহধর্মিনী তামান্না জাহান ( লাভলী)।
আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, জাহাঙ্গীরপুর বাবু সালাম মাদ্রাসার মুহতামিম মুফতি দেলোয়ার হোসেন, সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পৌরসভার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ময়মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে এলাকার হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক বিএনপি নেতা এনামুল হক এর প্রতি কৃতজ্ঞতা জানান।
মদন পৌরসভার অনেকে বলেন, শীতের তীব্রতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এমন উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা এনামুল হক ।