লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মামলার আসামীকে বাচাতে ভুয়া মানববন্ধন। আর এলাকাবাসী বলছে ৫ আগষ্টের আগে আওয়ামীলীগ এখন বিএনপি।
জানা গেছে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমিন মিয়া গত ৫ আগষ্টের আগে আওয়ামিলীগ করতো। গত ১৮ জুলাই দুপরে হাতীবান্ধায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আওয়ামিলীগের মিছিলের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের উপর হামলা করা হয়। সেই হামলার সংগে জড়িত ছিলো ফকিরপাড়ার মমিন মিয়া। কিন্তু ৫ আগষ্টের পরে বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের মাধ্যমে বিএনপি হয়ে যান এই মমিন মিয়া।
বাগিয়ে নেন ফকির পাড়া কৃষক দলের সভাপতির পদ । সাংবাদিকর উপর হামলার ঘটনায় গত ৩ মার্চ একটি মামলা হয় হাতীবান্ধা থানায়। ওই মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে হাতীবান্ধা তেল পাম্পের সামনে কৃষক দলের পক্ষ থেকে মানববন্ধন করেছে হাতীবান্ধা কৃষক দল। ফকির পাড়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন মমিনকে আমরা কোনদিন বিএনপির কোন মিছিল মিটিংয়ে পাইনাই ।
এদিকে অনেকে মনে করছেন আওয়ামিলীগের নামে মামলা হওয়ায় অনেকে বিএনপিতে শুকৌশলে প্রবেশ করতেছে। তাই এই মানববন্ধনও আওয়ামীলীগকে বাচানোর কৌশল