ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁও এর ব্যানারে পৌর শহরের হল পাড়া ছাত্র ইউনিয়নের কার্যালয়ে সামনে থেকে একটি মশাল মিছিল বের হয় মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা উদিচির সাধারন সম্পাদক রেজানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক কর্মী সুবর্ণ, ছাত্র ইউনিয়নের সদস্য টিংকু রায়, আলবিদা হাবিব বৈশি, রাকিব সহ অন্যান্যরা।
মিছিল শেষে এ সময়ে তারা বলেন দ্রুত ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। নারীদের নিরাপত্তা দিতে হবে কেউ যেন আর এরকম নেককার জনক ঘটনা না ঘটাতে পারে সেই দিকে সরকারের খেয়াল রাখতে হবে।