কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দরবাড়ীয়া এলাকায় রবিবার দুপুরে তিনটি অবৈধ ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দরবাড়ীয়া এলাকায় তিনটি ইটের ভাটার বৈধ কোন কাগজ না থাকায় জে আর বি ৪ লক্ষ টাকা, এসবি স্টারকে ৪ লক্ষ টাকা, এন বি এম ২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় তিনটি ইট ভাটার কিছু অংশ ভেঙে দেয়া হয়।ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ ,উপজেলার শাহবাজপুর ভূমি অফিসার গিয়াস উদ্দিন, কালিয়াকৈর থানার (এস আই)আফজাল হোসেন সহ আনসার সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, তিনটি ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এদের কোন বৈধ কাগজপত্র না থাকায়, পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।