1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

দেবকে দিল্লিতে ডাকলো ইডি, তৃণমূল বলছে ‘প্রতিহিংসার রাজনীতি’

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গে তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেতা দেবকে ফের সমন ইডির। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তলব করা হয়েছে তাকে।

দেবকে ইডির তলবের ঘটনাকে পুরোটাই প্রতিহিংসার রাজনীতি বলছে তৃণমূল।

অন্যদিকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তার কথায় ব্যক্তিগতভাবে বলতে পারি, দেব ও রকম ছেলে নয়। দেব খুব ভালো মানুষ। বাকিটা দেব বলতে পারবে। এর থেকে বেশি কিছু আর বলার নেই।

রাজনীতির বাইরেও স্নেহের সম্পর্ক রয়েছে মিঠুন ও দেবের। ‘প্রজাপতি’ ছবিতেও বাবা ও ছেলের চরিত্রে দুজনের রসায়ন প্রশংসা পেয়েছিল। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সিনেমার বাইরেও মিঠুনকে অভিভাবক হিসেবেই সম্মান করেন দেব। এ কথা দেব আগেও বহুবার বলেছেন। মিঠুনও দেবকে ছেলের মতো ভালোবাসেন। দেবের প্রতি সেই স্নেহের সুরই শোনা গেল মিঠুনের বক্তব্যে।

প্রসঙ্গত, অসমর্থিত সূত্রে খবর, গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সংসদ সদস্যকে তলব করেছে ইডি। তবে অন্য একটি সূত্রের খবর, আর্থিক তছরূপ মামলায় তাকে তলব করেছে তদন্তকারী সংস্থা। সমস্ত নথি নিয়ে দেবকে দেখা করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘দেব যেহেতু বলেছে, বিজেপির সামনে ঝুঁকেগা নেহি। তৃণমূলেই থাকবেন। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার হলেন। ’

ইতোপূর্বে গরু পাচার মামলায় দেবকে তলব করেছিল সিবিআই। দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবারও সংসদ সদস্য ও অভিনেতা হাজিরা দেবেন বলেই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD