
নেত্রকোনা প্রতিনিধি : নতুন বছরের শুরুতেই সারা দেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিলেন ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী।

উপজেলার আট ইউনিয়নের ৯৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি কিন্ডার গার্ডেন ২৩ টি মোট ১১৭ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের ১ম দিনে শিশু কোমলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছে উপজেলার ১১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কোমলমতি শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষ করে অপেক্ষায় ছিল নতুন বছরের জানুয়ারির ১ম দিনে নতুন বই হাতে পাবে।
নতুন বই হাতে পাওয়ার আনন্দটাই যেন আলাদা ১ জানুয়ারি ২০২৬ ইং বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাবিবুর রহমান, জাহাঙ্গিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর্জা পাভেল সহ সকল শিক্ষকবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা বলেন, উপজেলার সরকারি প্রাথমিক ৯৪ টি বিদ্যালয়ে এবং বেসরকারি কিন্ডার গার্ডেন ২৩টি মোট ১১৭ টি বিদ্যালয়ে নতুন বই পৌঁছানো এবং বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ নিশ্চিত করেছেন তিনি ।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী জানান, উপজেলার সমস্ত সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন বছরের প্রথম দিনেই বিদ্যালয়ের শতভাগ কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বিতরণ এবং বই পৌঁছানো নিশ্চিত করা হয়েছে ।