
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):
ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন–কে ফুলেল শুভেচ্ছা জানান।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী উপজেলার সরিকলস্থ এম জহির উদ্দিন স্বপনের নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় হয় ।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার,
সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, আহছানউল্লা মিয়া, বিপ্লব সরকার, সহসভাপতি এস এম আলম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, আমিনা আকতার সোমা, মোহাম্মদ আলী বাবু সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হানিফ সরদার, এস. এম. মোশারফ, আবদুছ ছালেক মামুন,মোঃ শফিকুল ইসলাম, প্রেমানন্দ ঘরামী শামীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, মাকসুদ আলী, মহাসিন খান প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে প্রধান উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
“সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরাই সাংবাদিকদের মূল দায়িত্ব। গৌরনদী প্রেসক্লাব সবসময় স্বাধীন ও সাহসী সাংবাদিকতার প্রতীক হিসেবে কাজ করবে এই প্রত্যাশা আমার। প্রেসক্লাবের যেকোনো ন্যায্য উদ্যোগে আমি সবসময় পাশে থাকবো।”
এ সময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, “গৌরনদী প্রেসক্লাব আমাদের সকলের একটি অভিন্ন প্ল্যাটফর্ম। ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সত্য সাংবাদিকতার চর্চা আরও বেগবান করতে আমরা সকলে মিলেই কাজ করবো।”
পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি প্রেসক্লাবের নবীন সদস্যরাও প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গৌরনদী প্রেসক্লাবের সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দৃঢ় প্রত্যয়কে আরও সুদৃঢ় করে।