1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

হঠাৎ লগআউট ফেসবুক, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার!

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে বিপর্যয়ে ফেসবুক-ইন্সটাগ্রাম

টেকজায়েন্ট মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম এবং মেসেঞ্জার হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে পারছেন না বলে জানা গেছে।

এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। ডাউন ডিটেক্টরের মতে, সমস্যাটি বিশ্বব্যাপী।

ডাউন ডিটেক্টরের কমেন্ট ফিডে একজন ব্যবহারকারি লিখেছেন, মোবাইল ফোন এবং ওয়েবসাইটে হঠাৎ করেই লগআউট হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হ্যাক হয়েছে, পাসওয়ার্ড বদলাতে পারছি না।

আরেকজন ব্যবহারকারি লিখেছেন, প্রকৃত অর্থেই ফেসবুক বন্ধ!

ফেসবুকের অভ্যন্তরে একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমগুলিও ডাউন হয়ে গেছে, এর কারণেই এই বিভ্রাট হয়ে থাকতে পারে।

এক্সের ট্রেন্ডিং ফিডে দেখা যাচ্ছে ডাউন হয়ে গেছে সাইটটি।

প্রযুক্তি সাময়িকী ভার্জ জানিয়েছে, মেটার কমিউনিকেশন হেড অ্যান্ডি স্টোন জানিয়েছেন, তারা সমস্যাটি নিয়ে কাজ করছে।

মেটা তাদের স্ট্যাটাস পেইজে জানিয়েছে, দ্রুত এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে তাদের প্রকৌশলীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD