আল – আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক রহিমা ফাতেমা ফাউন্ডেশন।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা, হস্তিশুন্ড, কাজিরা,সহ একাধিক স্থানে গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে রাতের আধারে ইফতার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়, রাতের আধারে এমন উপহার পেয়ে মধ্যবিও পরিবার এর চোখে মুখে হাসির আলো ফুটে উঠে।
এসময় সংগঠনের হিমেল জানান,পবিত্র মাহে রমজানে কোন গরিব-অসহায় দুঃস্থ পরিবার যেন ইফতার থেকে বঞ্চিত না হয় তাদের কিছুটা হলে ও কষ্ট লাগব হয় তারাই অংশ হিসাবে তাদের এই ক্ষুদ্র আয়োজন।
রহিমা ফাতেমা ফাউন্ডেশন এর মুহিন হাওলাদার বলেন সমাজের সকল বিত্তবান ও প্রবাসী ভাইদেরকে সাহায্যে ও সহযোগিতার আহব্বান জানিয়েছেন,সমাজের যে কোন উন্নয়ন ও সেবামূলক কাজে ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।