কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরর মাঝুখান গ্রামে আব্দুল্লাহ বিশ্বাস(৪৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ স্ত্রীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় হত্যার পর গাছের সাথে গামছা পেঁচিয়ে দাড়া করিয়ে রেখেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
আব্দুল্লাহ বিশ্বাস মানিগঞ্জের হরিরামপুর থানার মির্জানগর গ্রামের শাহ জাহান বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। তার শ্বশুর বাড়ি এলাকা উপজেলার মাঝুখান গ্রামে বাড়ি তৈরি করে স্ত্রীর সন্তানদের নিয়ে ৯ বছর যাবত বসবাস করছিল।
নিহতের পরিবারের অভিযোগ, নিহত আব্দুল্লাহ বিশ্বাসের স্ত্রী মিনি আক্তারের সাথে স্থানীয় ব্যবসায়ীর সাথে পরকীয়ার ঘটনায় পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন যাবত। গত দুই বছর যাবত স্থানীয়ভাবে শালিস হয়েছে কয়েকবার। গতরাতেও তাদের স্বামীর সাথে ঝগড়াঝাঁটি বাদে। সকালে বাড়ি থেকে একটু দুরে গাছের সাথে গামছা দিয়ে বাধা দাঁড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর রহস্য জানা যাবে ঘটনাটি হত্যা না আত্নহত্যা।