মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতির শান্তির আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলায় মিলনায়তনে বিএনপি, হিন্দু প্রতিনিধি, মারমা ঐক্য পরিষদ প্রতিনিধি, নাগরিক পরিষদ প্রতিনিধি ও সামাজিক সংগঠনে নেতৃবৃন্দসহ বিভিন্ন সম্প্রদায় লোকদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, মানিকছড়ি নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দিন,উপজেলায় বিএনপি সভাপতি মোঃ এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, উপজেলা যুবদলে আহ্বায়ক ও নব দায়িত্বপ্রাপ্ত সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, মারমা ঐক্য পরিষদ সভাপতি আপ্রুসি মগ, সাধারণ সম্পাদক আম্যে মগ, মারমা কল্যাণ সভাপতি মংসাপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক কংচাই মারমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সভাপতি সাহাব উদ্দিন, কার্বারী এসোসিয়েশন সভাপতি ক্যজাই কার্বারীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তির, সামাজিক সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামীতে উপজেলা সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ধর্মীয় প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, মসজিদ ইমাম ব্যক্তিদের নিয়ে শান্তির কমিটি গঠন করা হবে বলে মত দেন।
বক্তব্য ইউএনও বলেন, কাউকেই উসকানিমূলক কথা বলব না, সবাই সর্তক অবলম্বন করব। খাগড়াছড়ি সদর ও দিঘীনালা উপজেলা মতো পরিস্থিতি মানিকছড়িতে ঘটনা যেন না ঘটে সকল সম্প্রদায়কে সজাগ থাকতে বলেন।